Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিকে শক্তিশালী করতে কাজ করছে আওয়ামী লীগ: এইচ টি ইমাম


২১ এপ্রিল ২০১৯ ১৯:৩৫ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৯:৩৮

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, নির্বাচন কমিশনকে সব বিতর্কের ঊর্ধ্বে রেখে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ কাজ করে চলেছে। রোববার (২১ এপ্রিল) বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, ‘গণতান্ত্রিক যে সমস্ত রীতিনীতি, বিধান রয়েছে সেগুলোর সংস্কার প্রয়োজন। সেই সঙ্গে গণতান্ত্রিক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। এজন্য বাংলাদেশ আওয়ামী লীগ সর্বাত্মকভাবে সবসময় প্রস্তুত আছে।’

বিজ্ঞাপন

এর আগে, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। দলের হিসাব অনুযায়ী এই নির্বাচনে দলের ব্যয় হয়েছে এক কোটি পাঁচ লাখ টাকা। বিপরীতে আয় হয়েছে হয়েছে এক কোটি ২৬ লাখ টাকা।

এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাউছার উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘দলের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাখিল করেছি। আইনি বিধান মোতাবেক দলের মনোনীত অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের খরচের হিসাব আলাদাভাবে ইতিমধ্যে স্ব স্ব রিটার্নং অফিসারের কাছে দাখিল করেছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি এখন নির্বাচন কমিশনের সম্পত্তি। এখন নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে এটি দিয়ে দিবেন। এবারের নির্বাচনে অন্যান্য বছরের তুলনায় খরচের পরিমান কম। পূর্বের নির্বাচনে অনেক প্রার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু এবারে সেটি দেওয়া হয়নি। এই কারণে এবার আমাদের ব্যয় কম হয়েছে এবং আয় বেশি হয়েছে।’

বিজ্ঞাপন

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ব্যয় ১ কোটি ৫ লাখ টাকা

উপজেলা নির্বাচন সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলে দিয়েছেন যে, প্রশাসন এবং পুলিশ এরা কোনোভাবেই প্রভাব খাটাবে না। এরা প্রচারণা চালাতে পারবেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা নির্বাচনে প্রশাসন ও পুলিশ একেবারে নিরপেক্ষভাবে পক্ষপাতহীন নির্বাচন পরিচালনায় সহায়তা করেছেন।’

প্রসঙ্গত, বিধি অনুযায়ী গত ৩১ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার কথা ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর। কিন্তু কোনটিই হিসাব জমা দেওয়া হয়নি। পরে ইসি চিঠি দিয়ে তাদের ৩০ দিনের মধ্যে হিসাব জমা দেওয়ার জন্য বলে। এরপর আজ আওয়ামী লীগ হিসাব জমা দেয়।

সারাবাংলা/জিএস/এমও

আওয়ামী লীগ ইসি এইচ টি ইমাম একাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর