সারাদেশে নিরাপত্তা জোরদার
২১ এপ্রিল ২০১৯ ১৬:৪৯ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৯:১৭
ঢাকা: সার্কভুক্ত দেশ শ্রীলংকায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পর সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো, সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশিসহ নজরদারিও বাড়িয়েছে পুলিশ।
রোববার (২১ এপ্রিল) বিকেল সোয়া চারটায় পুলিশ সদর দফতরের সহকারী উপ-মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহেল রানা বলেন, ‘ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে আগে থেকেই পুলিশকে সতর্ক থাকার স্বাভাবিক নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপর আজ শ্রীলংকায় হামলার পর সারাদেশে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।’
সকল ডিআইজি, পুলিশ সুপার এবং মাঠ পর্যায়ের কমান্ডিং অফিসারদের বাড়তি নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি করতে বলা হয়েছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। ইস্টার সানডে এখনো শেষ হয়নি। এরপরই রাতের বেলা শবে বরাত শুরু হবে। আগামীকালও কোথাও কোথাও অনুষ্ঠান হবে। কাজেই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।’
এআইজি মিডিয়া আরও বলেন, ‘সারাদেশে কোথাও কেউ যাতে নাশকতার চেষ্টা চালাতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশিও শুরু হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোথাও কোনো নাশকতার তথ্য পুলিশের কাছে নেই। সব কিছু স্বাভাবিক রয়েছে। পাশের দেশে হামলা হওয়ায় আমরা জাস্ট সতর্ক থাকছি।’
তবে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘রাজধানীর কোথাও নিরাপত্তা জোরদার করা হয়নি। অন্যান্য দিনের মতো পুলিশ স্বাভাবিক দায়িত্ব পালন করছে। ডিএমপির পক্ষ থেকে কোথাও বাড়তি সতর্কতা জারি করা হয়নি।’
উল্লেখ্য, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে’তে শ্রীলংকার তিন গির্জা ও তিন হোটেলসহ মোট সাত জায়গায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিদেশি ৩৫ জন। বোমা হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ শতাধিক মানুষ। এছাড়া এক শিশুসহ দুই বাংলাদেশিও নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন:
শ্রীলংকার জন্য রাষ্ট্রপতির শোক
শ্রীলংকায় কারফিউ জারি, প্রোপাগান্ডা এড়াতে বন্ধ ফেসবুক
শ্রীলংকায় আরও এক হামলা, সব স্কুল বন্ধ ঘোষণা
শ্রীলংকায় বোমা হামলায় শেখ হাসিনার নিন্দা ও শোক
শ্রীলংকায় বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান হাইকমিশনের
শ্রীলংকায় সিরিজ বোমা হামলার সর্বশেষ আপডেট: নিহত ১৫৮
ইস্টার সানডেতে সিরিজ বোমায় কাঁপল শ্রীলংকা
সারাবাংলা/ইউজে/এমও