Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় কারফিউ জারি, প্রোপাগান্ডা এড়াতে বন্ধ ফেসবুক


২১ এপ্রিল ২০১৯ ১৬:১৪ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৭:০৬

রোববার শ্রীলংকায় চার গির্জা, তিন হোটেল ও এক বাড়িতে বোমা হামলায় নিহত হন ২৯০ জন।

ঢাকা: খ্রিষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে’তে সিরিজ বোমা হামলার পরে দেশজুড়ে কারফিউ ঘোষণা করেছে শ্রীলংকা সরকার।

রোববার (২১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে কারফিউ থাকবে।

আরও পড়ুন: শ্রীলংকায় সিরিজ বোমা হামলার সর্বশেষ আপডেট: নিহত ১৬১

পরপর আটটি জায়গায় সিরিজ বোমা হামলার পরে দেশটির জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেওয়ারদেনে বলেন, কাউফিউয়ের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের প্রোপাগান্ডা এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং মেসেজিং অ্যাপস হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ইস্টার সানডেতে সিরিজ বোমায় কাঁপল শ্রীলংকা

খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে’তে শ্রীলংকার তিন গির্জা ও তিন হোটেলসহ মোট আটটি জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছে। হামলায় ৩৫ বিদেশিসহ অন্তত ১৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। রোববার (২১ এপ্রিল) পৃথক পৃথক জায়গায় এসব হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

আরও পড়ুন-

শ্রীলংকার জন্য রাষ্ট্রপতির শোক

শ্রীলংকায় আরও এক হামলা, সব স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলংকায় বোমা হামলায় শেখ হাসিনার নিন্দা ও শোক

হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন পুলিশ প্রধান

শ্রীলংকায় বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান হাইকমিশনের

শ্রীলংকায় সিরিজ বোমা হামলা: ২ বাংলাদেশি নিখোঁজ, হটলাইন চালু

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

কারফিউ ফেসবুক বন্ধ শ্রীলংকায় বোমা হামলা শ্রীলংকায় সিরিজ বোমা হামলা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর