Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় বোমা হামলায় শেখ হাসিনার নিন্দা ও শোক


২১ এপ্রিল ২০১৯ ১৫:০৬ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৭:০৪

ঢাকা: শ্রীলংকায় বোমা হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।

রোববার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন- শ্রীলংকায় সিরিজ বোমা হামলার সর্বশেষ আপডেট: নিহত ১৬১

প্রেস উইং জানিয়েছে, শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে সকাল ৮টার দিকে ব্রুনেই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রীলংকার জন্য রাষ্ট্রপতির শোক

রোববার শ্রীলংকার রাজধানীসহ কয়েকটি জায়গায় বোমা হামলা চালানো হয়।

প্রথম হামলার খবর পাওয়া যায় রাজধানী কলম্বোর সেইন্ট অ্যান্থনি’স গির্জায়। এই হামলার কিছুক্ষণ পরই নেগোম্বোর কাতুওয়াপিতিয়ার সেইন্ট সেবাস্টিয়ান’স গির্জা তাদের ফেসবুক পেজে এক এক পোস্টের মাধ্যমে হামলার কথা জানায়। প্রথম ও দ্বিতীয় হামলার খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় পুলিশ রাজধানী কলম্বোর তিনটি হোটেল ও আরেক গির্জায় বোমা হামলার খবর নিশ্চিত করে। তারা জানিয়েছে, শাংরি-লা হোটেল, কিংসবুরি হোটেল ও সিনামন গ্র্যান্ড হোটেলে বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া বাত্তিচালোয়ায় অন্য এক গির্জায় হামলা হয়েছে বলেও জানায় পুলিশ।

এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫৮ মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচশ।

সারাবাংলা/এনআর/এসএমএন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকায় বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর