Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নুসরাত হত্যার বিচার সরকারের জন্য অগ্নিপরীক্ষা’


২১ এপ্রিল ২০১৯ ১৪:৩৪

ঢাবি: ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচার সরকারের জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রোববার (২১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নুসরাত হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন ৷

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নুসরাতের এই ঘটনা সরকারের জন্য একটি অগ্নিপরীক্ষ। সরকার যদি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং প্রমাণ করতে চায় যে, সত্যিকার অর্থে এই দেশ আইনের শাসনের দেশ, তাহলে এই ঘটনার বিচার করবে।’

বিজ্ঞাপন

‘নুসরাত হত্যায় সরকার যদি ন্যায় বিচার করতে পারে, তাহলে প্রমাণ হবে যে, তারা আইনের শাসন বিশ্বাস করে আর তারা বিচারহীনতায় বিশ্বাস করে না। আর যদি এটি প্রমাণে ব্যর্থ হয়, যদি নুসরাত হত্যায় ন্যায় বিচার না হয়, তাহলে সরকারের ওপর কোনো আস্থা থাকবে না। থাকবে না যারা রাষ্ট্র ক্ষমতায় এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত তাদের ওপর।’ যোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক।

এরইমধ্যে বিভিন্নভাবে নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয়েছে উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের এই দাবি অব্যাহত থাকবে। আমরা মনে করি নুসরাতের প্রতি অন্যায় হয়েছে। তাকে এর জন্য প্রাণ দিতে হয়েছে। এই স্বাধীন বাংলাদেশের ৪৮ তম বছরে এসে আমরা কখনো দুঃস্বপ্ন দেখতে পারি না। একজন নারী শিক্ষার্থী এভাবে নির্যাতিত হবে এবং তাকে পুড়িয়ে হত্যা করা হবে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের উদ্বেগের আরও কারণ হচ্ছে নুসরাত শুধু একা নয়, এরকম ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। এর পরিসংখ্যান সবার জানা আছে। এ বিষয়গুলো নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এই অপরাধগুলো উর্ধ্বগতি চলমান রয়েছে এবং সত্যিকার অর্থে কোনো একটি ঘটনার ন্যায় বিচার হয়নি। যারা নুসরাতকে প্রত্যক্ষভাবে হত্যা করেছে শুধু তারাই দায়ী নয়, পরোক্ষভাবে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ ও মাদরাসার পরিচালনায় কমিটি মিলে  একটি সিন্ডিকেট এর সাথে জড়িত। সাধারণত এরকম সিন্ডিকেটের মাধ্যমেই এরকম অপরাধগুলো সংঘটিত হয়ে থাকে।’

বিজ্ঞাপন

তবে নুসরাত হত্যাকাণ্ডের ন্যায় বিচারের প্রতি আস্থা নেই বলে উল্লেখ করে ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘কারণ যারা বিচারক তাদের মুখেই শুনেছি এ বিচার ব্যবস্থার প্রতি তাদের নিজেদেরও কোনো আস্থা নেই। কারণ এতে স্থানীয় প্রশাসন ও রাজনেতিক ব্যক্তিবর্গ এর সাথে জড়িত। এই বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা খুবই কম, তা সত্ত্বে আমরা এর প্রতিবাদ করেই যাবো।’

মানববন্ধনে টিআইবির উপপরিচালক ড. সুমাইয়া আক্তার, যোগাযোগ পরিচালক শেখ মঞ্জুরুল আলমসহ টিআইবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

টিআইবি ড. ইফতেখারুজ্জামান দগ্ধ মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি ফেনীর সোনাগাজী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর