শ্রীলংকায় বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান হাইকমিশনের
২১ এপ্রিল ২০১৯ ১৪:১৮ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৭:০৪
ঢাকা: সিরিজ বোমা হামলার পরে শ্রীলংকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে থাকতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
রোববার (২১ এপ্রিল) বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ সারাবাংলাকে বলেন, বোমা হামলায় এখন পর্যন্ত কোনো বাংলোদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন- শ্রীলংকায় সিরিজ বোমা হামলার সর্বশেষ আপডেট: নিহত ১৬১
তিনি বলেন, আমাদের মিশনে একটি হটলাইন খোলা হয়েছে, যেন শ্রীলংকায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারে। আমরা বাংলাদেশিদের নিরাপদে থাকতে বলেছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের নির্দেশনা মেনে চলতে বলেছি। মূলত, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই যেন ঘরে থাকে, সেটাই বলেছি আমরা।
সারাবাংলা/জেআইএল/এটি
বাংলাদেশ হাইকমিশন শ্রীলংকায় বাংলাদেশ হাইকমিশন শ্রীলংকায় বোমা হামলা শ্রীলংকায় সিরিজ বোমা হামলা