যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু
২১ এপ্রিল ২০১৯ ১২:৫১ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৬:৪০
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রোববার (২১ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল পোনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ধলপুরের একটি মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে।
হান্নানের বাড়ি বরিশাল জেলায়। ওই মাদরাসার শিক্ষক শিহাব উদ্দিন জানান, “মক্তবের ছাত্র ছিল আব্দুল হান্নান। সকালে গোসল সেরে ফ্যান চালু করার সময় সে বিদ্যুৎপৃষ্ট হয়।”
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে। হান্নান নামে ওই ছাত্রের মরদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এটি