Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সাবেক মন্ত্রী আমিনুল হক আর নেই


২১ এপ্রিল ২০১৯ ১২:২৩ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১২:৪৬

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও  সাবেক মন্ত্রী  ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক মারা গেছেন। রোববার ( ২১ এপ্রিল) সকাল ১০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জ্যেষ্ঠ এই আইনজীবীর ভাতিজা ব্যারিস্টার অনিক আর হক সারাবাংলাকে জানান, বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন। আজ সকাল সাড়ে দশটায় তিনি মারা যান। দুপুরে সুপ্রিমকোর্ট প্রঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, জ্যেষ্ঠ  এই নেতার মৃত্যুতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা শোক জানিয়েছেন।

বিএনপির মনোনয়নে তিনবার  রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার আমিনুল হক। তিনি  বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন।

সারাবাংলা/এজেডকে/জিএস/জেডএফ 

 

আমিনুল হকের মৃত্যু ব্যারিস্টার আমিনুল হক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর