Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি যে কোনো মানুষের চেয়ে কম বর্ণবাদী: ট্রাম্প


২৬ জানুয়ারি ২০১৮ ১৭:৫৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ১৮:১০

সারাবাংলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন মুসলিম বিরোধী ভিডিও টুইট শেয়ার করার জন্য ক্ষমা চাইতে রাজি আছেন। শুক্রবার গুড মর্নিং ব্রিটেন নামে এক টেলিভিশন শো’তে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, এটা একটি ডানপন্থী ব্রিটিশ গ্রুপ থেকে তিনি শেয়ার করেছিলেন, তিনি আসলে বর্ণবাদী নন। তিনি শুধু ইসলামিক মৌলবাদের হুমকি সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন।

তিনি আরও বলেন, ঐ দলটি সম্পর্কে আমি জানতাম না। এখনও আমি ঐ দল সম্পর্কে তেমন কিছু জানি না। তবে আজকে আমি তাদের সম্পর্কে কিছু পড়াশুনা করেছি। যেহেতু আমি তাদের সম্পর্কে কিছু জানি না, আমার তাদের ভিডিও শেয়ার করা উচিত হয়নি।

আমি যে কোনো মানুষের চেয়ে কম বর্ণবাদী, দাবি ট্রাম্পের।

ট্রাম্পের শেয়ার করা সে ভিডিওতে মুসলিমদের বিভিন্ন হিংস্র কাজ করতে দেখা যায়, যা মুসলিমদের সম্পর্কে একটি বিভ্রান্তিকর বার্তা দেয়।

সারাবাংলা/এমএ

ট্রাম্প বর্ণবাদ মুসলিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর