কাজাখাস্তানে বাস দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু
২০ এপ্রিল ২০১৯ ১২:২২ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ১২:৩৩
মধ্য এশিয়ার দেশ কাজাখাস্তানে বাস দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরও ২৯ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে একথা নিশ্চিত করেন।
আরও পড়ুন: ১২ সন্তানকে নির্যাতনের দায়ে বাবা-মায়ের ২৫ বছর জেল
সংবাদমাধ্যম স্পুটনিক এ বিষয়ে খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, দুর্ঘটনার কারণে তাৎক্ষণিকভাবে ৮ জনের মৃত্যু হয়। আহত ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যায় আরও তিন জন।
সারাবাংলা/এনএইচ