Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু


২০ এপ্রিল ২০১৯ ১২:১৬ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ১২:২৩

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাহাব উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সাহাব উদ্দিন মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সাহাব উদ্দিন হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওসি জানান, সকালে মাদক বিক্রেতাদের মধ্যে ইয়াবা বন্টন নিয়ে বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/এমএইচ

কক্সবাজার বন্দুকযুদ্ধ মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর