Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ৪ জনের


২০ এপ্রিল ২০১৯ ১২:২২ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ১৪:২৪

ময়মনসিংহ: ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন-দুই সহোদর ফুলপুর উপজেলার বৌওলা গ্রামের মোর্শেদ আলীর ছেলে ইউনুস (৬০) ও কুদ্দুস (৩৫)। অপর দুজন তারাকান্দা উপজেলার রাইজান গ্রামের মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান (৬২) ও তার স্ত্রী রহিমা খাতুন (৪৫)।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত দুইজনকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অটোরিকশায় বাসের ধাক্কা, একই পরিবারের ৩ জনের মৃত্যু

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল ইসলাম জানান, সদর উপজেলার শম্ভুগঞ্জ থেকে আলালপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

সারাবাংলা/এসএমএন

ট্রাক চাপা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর