Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লোরিডায় ৯ জনকে ‘খুনের পরিকল্পনায়’ দুই কিশোরী গ্রেফতার


২০ এপ্রিল ২০১৯ ১০:২৩ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ১১:২৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নয় জনকে খুনের পরিকল্পনা করা দুই কিশোরীকে প্রমাণসহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের বয়স ১৪, তারা এভন পার্ক মিডল স্কুলের শিক্ষার্থী। বুধবার (১৭ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়। শীঘ্রই তাদের আদালতে হাজির করা হবে। খবর বিবিসির।

পুলিশ জানায়, শিক্ষকরা ওই দুই শিক্ষার্থীর লেখা আট পেজের বৃত্তান্ত পায়। যেখানে তারা বিস্তারিত পরিকল্পনা করেছে হত্যার বিষয়ে। ওসব নোটে লেখা ছিলো অস্ত্র কেনা থেকে শুরু করে লাশ গুম করার সবকিছু। প্রথম ফোল্ডারের নাম দেওয়া হয়েছিল ‘প্রাইভেট ইনফো’ নামে, তার ভেতরে ছিল ‘ডু নোট অপেন’ ও সবশেষে ছিল ‘প্রজেক্ট ১১/৯’।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ১২ সন্তানকে নির্যাতনের দায়ে বাবা-মায়ের ২৫ বছর জেল

কাকে কাকে হত্যা করা হবে সে বিষয়েও তালিকাও উদ্ধার করেছে পুলিশ। এছাড়া, কি ধরনের পোশাক পরে হত্যার কাজ করা হবে সেসব লিখা ছিলো ওসব পাতায়। লেখা ছিল, আঙুলে নখ থাকবে না। মাথা থাকবে আবৃত।

ধরে পড়লে বিষয়টি প্র্যাংক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে ওই দুই শিক্ষার্থী। তবে পুলিশ বলছে বিষয়টি ‘গুরুতর’। হত্যা করার মতো বিষয়ে কেউ কখনো প্র্যাংক করতে পারে না। তাদের বিরুদ্ধে ৯টি হত্যা ষড়যন্ত্র ও ৩টি অপহরণ পরিকল্পনার অভিযোগ আনা হবে।

সারাবাংলা/এনএইচ

ফ্লোরিডা যুক্তরাষ্ট্র হত্যা পরিকল্পনা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর