Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যার প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল


২০ এপ্রিল ২০১৯ ০৪:২২ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ০৪:২৩

ফেনী: মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী ট্রাংক রোড শহীদ মিনারে জড়ো হয়ে পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মশাল মিছিলটি।

এ সময় মিছিলকারীরা হত্যার বিচারের দাবিতে নানা শ্লোগান তোলে। খুনিদের হত্যার বিচারের দাবীতে এ মশাল মিছিলে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে রাস্তার পথচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এরপর শহরের দোয়েল চত্বরে এসে মিলিত হয় মিছিলটি। সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবী ওসমান গণী রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা ক’জন স্বেচ্ছাসেবক ফেনীর উপদেষ্টা আরিফুল আমিন রিজভী, সচেতন যুব সমাজ ফেনীর আহবায়ক আরাফাত খান, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের প্রধান সমন্বয়ক মঞ্জিলা মিমি ।

এছাড়াও, স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন মো.সাহাব উদ্দিন, আমের মক্কী, আমীর হোসেন ও নুর নবী হাসানসহ প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবী।

সারাবাংলা/জেএএম

নুসরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর