গ্রীষ্ম দিচ্ছে ডাক
২০ এপ্রিল ২০১৯ ০১:২৬ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ০১:২৯
গরমে ঘেমে নেয়ে একাকার হবার দিন পার করছি আমরা। সবে তো গ্রীষ্মকাল শুরু, সহ্য করে নেওয়ার অভ্যাস শুরু করে দিন।
মেঘ রোদ্দুরের জন্য যে ওয়েবসাইট থেকে আমরা উপগ্রহের খবরাখবর নিই, সেখানে শনিবারের (২০ এপিল) খাতায় লেখা রয়েছে, Very Warm. এই ভবিষ্যৎবাণী পড়েই আমার হাত-পা সেঁধিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আমাকে বা আমার মতো অনেককে নানান কাজে ঘরের বাইরে বের হতেই হবে তাই আমরা বরং প্রস্তুতি নিতে শুরু করি। কীভাবে একটু আরামে থাকা যাবে। ঘর থেকে বের হওয়ার সময় পানির বোতল আর ছাতা নিতে ভোলা যাবে না। এই তো!
এবার কাজের কথায় আসি। আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ আর এর আশপাশেই রয়েছে। আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।
এসব মিলিয়ে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য স্থানগুলোর কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে।
ঢাকার আকাশে শনিবার মেঘের আনাগোনা থাকবে, তাই বলে গরম কিন্তু কমবে না। তবে আশার কথা হলো, রাতের দিকে কমবে তাপমাত্রা। ফলে অন্তত ঘুমটা আরামে হতে পারে।
দিনটা ভালো কাটুক।
সারাবাংলা/এসএমএন/জেএএম