রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে: প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০১৯ ০০:১৩ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ০০:১৬
ঢাকা: রোহিঙ্গাদের অবশ্যই তাদের নিজ বাসভূমিতে ফিরে যেতে হবে বলে আবারও নিজের অবস্থান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল হাশিমীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী আরব আমিরাতের মন্ত্রীকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সংক্ষেপে অবহিত করে বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে রোহিঙ্গাদের সহায়তা করছে।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ইহসানুল করিম জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি প্রত্যাবাসন চুক্তি সই হলেও তা এখনও শুরু হয়নি। শেখ হাসিনা বলেন, সরকার রোহিঙ্গাদের আরো উন্নত সুবিধা দিতে তাদের অস্থায়ী আশ্রয়ের জন্য একটি দ্বীপকে প্রস্তুত করছে। এ সময় আমিরাতের মন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে তার দেশের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
রিম ইব্রাহিম আল হাশিমী দু’দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে উল্লেখ করে বলেন, তিনি এই সম্পর্ক আরো জোরদারে কাজ করবেন। এ সময় দুই দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ সময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
সারাবাংলা/এনআর/জেএএম