সুবীর নন্দীর কাগজপত্র সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
১৯ এপ্রিল ২০১৯ ২২:১৬ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ১২:৩৬
ঢাকা: একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার কাগজপত্র সিঙ্গাপুরে পাঠিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
আশরাফুল আলম খোকন বলেন, ‘সুবীর নন্দীর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ( ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্তলাল সেন, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারা প্রধানমন্ত্রীকে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে অবিহত করেন। এ সময় সুবীর নন্দীর চিকিৎসার কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।’
আশরাফুল আলম খোকন আরও জানান, এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং শিল্পীর স্ত্রী ও কন্যার সঙ্গে দেখা করেন। তিনি বলেন, ‘১৯৯৮ সালেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সুবীর নন্দীর চিকিৎসার জন্য দুইবার সব রকমের সহযোগিতা করেছিলেন।’
উল্লেখ্য, শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে শারীরিক অসুস্থতার কারণে রোববার (১৪ এপ্রিল) রাত ১০ টা ৫০ মিনিটে সুবীর নন্দীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএএইচ) ভর্তি করা হয়। সেখানেই তিনি এখন চিকিৎসাধীন আছেন।
সারাবাংলা/এনআর/এসবি/পিএম