Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইস্টার সানডে’তে ব্রিটিশদের ভোগান্তি অতিরিক্ত গরম


১৯ এপ্রিল ২০১৯ ১৫:২৮ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ১৫:৪২

খ্রিস্টধর্মের পবিত্র দিন ইস্টার ফ্রাইডে ও ইস্টার সানডে উপলক্ষে টানা বেশ কয়েকদিনের সরকারি ছুটি মিলেছে যুক্তরাজ্যে। তবে ঘুরে বেড়ানোর জন্য এবার আবহাওয়া অনুকূলে নেই ব্রিটিশদের। আবহাওয়া অফিস বলছে, ১৭৮ বছরের মধ্যে এবছর সবচেয়ে উষ্ণ ইস্টার সানডে উদযাপন করতে হবে ব্রিটিশদের। এদিন তাপমাত্রা হবে ৭৫ ডিগ্রি ফারহেনহাইট। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে তীব্র গরম কাবু করবে যুক্তরাজ্যকে।  খবর ডেইলি মেইলের।

বিজ্ঞাপন

যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধের দিন হিসেবে পশ্চিমা দেশগুলোতে ১৯ এপ্রিল ইস্টার ফ্রাইডে (গুড ফ্রাইডে) পালিত হচ্ছে। এছাড়া,  ২১ এপ্রিল যিশুর পুনরুত্থান দিবস ইস্টার সানডে পালিত হবে। কর্মব্যস্ত রুটিন শেষে লম্বা ছুটি পেয়ে যুক্তরাজ্যে ফুরফুরে মেজাজে আছেন সবাই। প্রিয়জনদের নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরতে বেরুনোর পরিকল্পনা রয়েছে অনেকের।

তবে এবার তীব্র গরমের পাশাপাশি ব্রিটিশদের এবার আরও পোহাতে হবে যান-চলাচলের সমস্যা। ব্রিটেনের রেল নেটওয়ার্কের নির্মাণকাজ চলছে এই ছুটির সময়ে। প্রায় চার শ টি রেল প্রজেক্টে কাজ চলমান থাকায় গণপরিবহনে অনেকেই পাবেন না রেল সুবিধা। এরমধ্যেই জলবায়ু পরিবর্তন বিরোধী কিছু আন্দোলনকারী ঘোষণা দিয়েছেন, তারা হিথ্রো বিমানবন্দরে জমায়েত হতে পারেন। তাই শনিবার বিমান চলাচলে তৈরি হতে পারে সমস্যা। একারণে বাসের ওপর চাপ এড়াতে অনেকে মোটরসাইকেল ব্যবহার করবেন চলাচলে। তবে তীব্র গরম থাকায় যুক্তরাজ্য কর্তৃপক্ষ ব্রিটিশদের অনুরোধ করেছেন, খুব প্রয়োজন ব্যতীত মোটরসাইকেল ব্যবহার না করতে।

একইসঙ্গে, যারা ঘর ছেড়ে বেরুবেন তাদের সুবিধের জন্য হালকা স্ন্যাকস ও প্রচুর পানি সংরক্ষণে রাখার জন্য বিক্রেতাদের পরামর্শ দেওয়া হয়েছে। সুপার মার্কেটগুলো আশা করছে এবার ইস্টার সানডে উপলক্ষে, তারা নিয়মিত সময়ের চেয়ে সাড়ে সাত লাখ বেশি বার্গার বেশি বিক্রি করতে পারবেন।

এছাড়া, গরম যাদের স্বাস্থ্যগত সমস্যার কারণ তাদের নিতে হবে বাড়তি সমস্যা সতর্কতা। হাঁপানি রোগী ও ত্বকের সমস্যায় যারা ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে। যেকোনো প্রয়োজনে তারা চাইতে পারেন সরকারের জরুরি সহায়তা।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার সাসেস্কে এ বছরের সবচেয়ে উষ্ণ-দিন ৭২ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়েছে। গরম থেকে রক্ষা পেতে সুইমিং পুলে সময় কাটাতে দেখা গেছে ব্রিটিশদের। সন্ধ্যার পরেও সমুদ্র স্নানে ব্যস্ত ছিলেন অনেকে। গরম উপেক্ষা করে ডিঙি নৌকায় পরিবার-পরিজনদের নিয়ে সময় কাটাতে দেখা গেছে অনেককে।

সারাবাংলা/এনএইচ

ইস্টার ফ্রাইডে ইস্টার সানডে তীব্র গরম ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর