সুন্দরবনে ৫০ মণ কাঁকড়াসহ ৪১ জেলে আটক
২৬ জানুয়ারি ২০১৮ ১৬:৫০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ১৭:৪১
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
মংলা: সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকারের অভিযোগে ৪১ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় ৫০ মণ কাঁকড়া ও দুটি ট্রলার জব্দ করা হয়।
শুক্রবার সকালে বনের চাঁদপাই রেঞ্জের কাঞ্চির খাল থেকে তাদের আটক করা হয়।
বনবিভাগের স্মার্ট পেট্রলিংয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের কাঞ্চির খালে অভিযান চালানো হয়। এ সময় ৪১ জেলেকে আটক করা হয়। বনবিভাগের কাছ থেকে সাদা মাছ ধরার অনুমোন নিয়ে আটক জেলেরা সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার করছিল। এজন্য তাদের আটক করা হয়। এরপর প্রত্যেক জেলেকে ৫০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত কাঁকড়াগুলো সুন্দরবনের বিভিন্ন খালে অবমুক্ত করা হয়।
সারাবাংলা/টিএম