নর্দার্ন আয়ারল্যান্ডে সন্ত্রাসী হামলায় নারী সাংবাদিক নিহত
১৯ এপ্রিল ২০১৯ ১২:২৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ১২:৫০
নর্দার্ন আয়ারল্যান্ডের লন্ডনডেরি শহরে এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন এক নারী সাংবাদিক। পুলিশ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে শহরের ক্রেগান জেলার একাধিক বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় জাতীয়তাবাদী ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মধ্যেই এক বন্দুকধারীর ছোড়া গুলিতে প্রাণ হারান সাংবাদিক লিরা ম্যাককি। তিনি নিউজ সাইট মিডিয়াগ্যাজার’র একজন কর্মী ছিলেন।
এই হত্যাকাণ্ডের জন্য ভিন্নমতাবলম্বী জাতীয়তাবাদীদের দুষছে পুলিশ। সংঘর্ষে জাতীয়তাবাদীরা গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় পুলিশের সহকারী প্রধান কনস্টেবল মার্ক হ্যামিলটন বলেন, পুলিশ এই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি একটি হত্যা তদন্তও চালু হয়েছে।
রাজনৈতিক দল সিন ফিয়েন এর ভাইস-প্রেসিডেন্ট মিশেল ও’নেইল জানান, ম্যাককি মার যাওয়ার খবরে তিনি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। তিনি বলেন, আমি এই তরুণী সাংবাদিকের মৃত্যুর জন্য দায়ীদের প্রতি নিন্দা প্রকাশ করছি।
এদিকে, ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির নেতা আরলিন ফস্টার এক টুইটে লিখেন, হৃদয়বিদারক খবর। একটি বিবেকহীন কাজ। একটি পরিবারকে ছিড়ে ফেলা হয়েছে।
সারাবাংলা/আরএ