Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় আটক দিনমজুর মতিনের জামিন


১৯ এপ্রিল ২০১৯ ১২:০৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ১২:২৮

কুমিল্লা: বিদ্যুতের সংযোগ না পেয়েও বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় গ্রেফতার হয়েছিলেন দিনমজুর আব্দুল মতিন মিয়া (৪৫)। অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে কুমিল্লা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন তিনি।

কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার আদালত তাকে জামিন দেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) জেলা প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ ছানা উল্লাহ এই জামিন আবেদন করেন।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের দিনমজুর আব্দুল মতিনের ঘরে কেরোসিন কুপি জ্বললেও তাকে বিদ্যুতের বকেয়া বিলের জন্য কারাগারে পাঠানো হয়। এ বিষয়টি জানাজানি হলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চান্দিনা অফিস দুই সদস্যের তদন্ত কমিটি করে। এরই মধ্যে তদন্ত কমিটি ঘটনাস্থল পরির্দশন করে আবদুল মতিনকে হয়রানির সত্যতা পেয়েছে।

এদিকে, জামিন পেয়ে আব্দুল মতিন বলেন, ‘আমরা গরিব মানুষ। কেরোসিনের কুপি জ্বালাই। কখনও বিদ্যুতের বাতি জ্বালাইনি। টাকা দিয়েও বিদ্যুৎ সংযোগ পাইনি। তারপরও বকেয়া বিলের মামলায় আমাকে জেলে পাঠানো হয়েছে। আমাকে যারা হয়রানি করেছে তাদের বিচার চাই।’

দেবিদ্বার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ও তদন্ত কমিটির প্রধান মৃণাল কান্তি চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আব্দুল মতিন নামের মিটারটি প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরে সফিকুল ইসলামের বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু সফিকুল ইসলামও বিষয়টি অফিসকে জানায়নি এবং বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। আব্দুল মতিন নোটিশ পেয়েও তার ঘরে বিদ্যুৎ না থাকায় বিষয়টি আমলে নেয়নি। এসব কারণে এ ঘটনাটি ঘটেছে।

বিজ্ঞাপন

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চান্দিনা অফিসের জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি ভুল বুঝাবুঝি, আমরা মামলাটি নিষ্পত্তি করেছি।

উল্লেখ্য, বিদ্যুৎ সংযোগ না থাকার পরও গত ১৭ মাস বকেয়া বিল না দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করে কুমিল্লা কারাগারে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ। ১৭ এপ্রিল বুধবার তাকে কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/এমএইচ

আব্দুল মতিন মিয়া জামিন বকেয়া বিদ্যুৎ বিলের মামলা