Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চার মাসে ২৩০ শিশুসহ ১৬শ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল’


১৮ এপ্রিল ২০১৯ ১৯:৫৭

২০১৯ সালের প্রথম চার মাসে ২৩০ শিশু ও ৪০ নারীসহ অন্তত ১৬ শ ফিলিস্তিনিকে ইসরায়েল আটক করেছে বলে জানিয়েছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)। সংগঠনটির পাবলিক ডিপ্লোমেসি অ্যান্ড পলিসির প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়। খবর মিডল ইস্ট মনিটরের।

প্রতিবেদনে বলা হয়েছে, আটকদের মধ্যে ৫০০ জনকে প্রশাসনিক বন্দিখানায় নিয়ে যাওয়া হয়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা বিচার ছাড়াই তাদের বন্দি করে রাখা হয়েছে। এছাড়া , গত বছর ২০১৮ সালে ইসরায়েল ৩ হাজার ২৫৫ শিশুকে আটক করে। যাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।

বিজ্ঞাপন

ইসরায়েলের দৈনিক জেরুজালেম পোস্টের বরাতে বলা হয়, আটক হওয়া শতকরা ৭০ ভাগ শিশুকে ধর্ষণ, আজীবন কারারুদ্ধ করা, খাদ্য না দেওয়ার মতো ভয়াবহ নির্যাতন করা হয়েছে। এছাড়া ৭৫ ভাগ শিশুকে রাখা হয়েছে চোখ বেঁধে।

ইসরায়েলের পক্ষ থেকে এই প্রতিবেদনের নিন্দা জানানো হয়েছে। নিজেদের পদক্ষেপকে যৌক্তিক দাবি করে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, এধরনের ঘটনায় পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নাই।

সারাবাংলা/এনএইচ

ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্ক