Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিহ্নিত সন্ত্রাসীরা আ’লীগের সদস্য হতে পারবে না: ওবায়দুল কাদের


২৬ জানুয়ারি ২০১৮ ১৪:৫০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ২০:৩৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  

মানিকগঞ্জ : চিহ্নিত কোনও সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদকাসক্ত ব্যক্তিরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না- বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জে দলটির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতাবিরোধী কোনও লোকও আওয়ামী লীগের সদস্য হতে পারবে না বলে হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য  সাহারা খাতুন,  আব্দুল মান্নান খান, উপদেষ্ঠা মণ্ডলীর সদস্য মুকুল বোস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়সহ বিভিন্ন নেতাকর্মীরা ।

সারাবাংলা/টিএম/এনএস

আওয়ামী লীগ ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর