Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চট্টগ্রাম যুব বিদ্রোহের’ সংগঠকদের শ্রদ্ধায় স্মরণ


১৮ এপ্রিল ২০১৯ ১৪:২৭

চট্টগ্রাম ব্যুরো: বৃটিশ শাসন হটিয়ে চারদিনের জন্য তৎকালীন ভারতবর্ষকে স্বাধীন রাখার সংগ্রাম ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ’ দিবসে অগ্নিযুগের বিপ্লবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বিভিন্ন সংগঠন। যুব বিদ্রোহের প্রাণপুরুষ মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনগুলো।

চট্টগ্রাম যুব বিদ্রোহের ৮৯ তম বার্ষিকীতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে নগরীর যাত্রা মোহন সেন হল প্রাঙ্গনে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে যুব ইউনিয়ন, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন।

বিজ্ঞাপন

সেখানে যুব ইউনিয়নের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বৃটিশ বিরোধী আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস পাঠ্যবইয়ে অর্ন্তভুক্ত করার দাবি জানান।

বক্তারা বলেন, বৃটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিধন্য চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে এখনো কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। সেখানে সাধারণের প্রবেশাধিকার নেই। যুব বিদ্রোহের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর উদ্যোগও নেওয়া হয়নি। তরুণ প্রজন্মের কাছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সোনালি অতীত এখনো অজানা। সবস্তরের পাঠ্যপুস্তকে এই ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়া মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদারসহ বিপ্লবের মহানায়কদের স্মরণে বন্দরনগরীর প্রধান সড়কগুলোর নামকরণের দাবি জানানো হয়।

চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদারের সঞ্চালনায় সমাবেশে যুব ইউনিয়নের নেতা শ্যামল লোধ, সুনন্দন সিকদার, রুপম কান্তি ধর, টুটুন দাশ, রাশিদুল সামির, বিপ্লব দাশ, জুয়েল বড়ুয়া,  রবি শংকর সেন, মিঠুন বিশ্বাস বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে ‘বিপ্লবী তারকেশ্বর দস্তিদার’ স্মৃতি পরিষদ নগরীর যাত্রা মোহন সেন হল প্রাঙ্গনে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এসময় পরিষদের সাধারণ সম্পাদক সিঞ্চন ভৌমিকসহ সংগঠকেরা ছিলেন। সন্ধ্যা ৭টায় নগরীর চেরাগি পাহাড়ে সুপ্রভাত স্টুডিও হলে আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বিকেল তিনটায় মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি দিয়েছে। এরপর চট্টগ্রাম প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

এছাড়া শনিবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ’ দিবস উপলক্ষে যুব সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা যুব ইউনিয়ন। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স

বৃটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে দেখা যায়, ১৯৩০ সালের ১৮ এপ্রিল রাত ১০ টায় সূর্য সেনের নেতৃত্বে ৬৫ জনের বিপ্লবী দল ৫টি দলে ভাগ হয়ে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ করেন। চট্টগ্রামের দামপাড়া পুলিশ রিজার্ভ ব্যারাক দখল নেয়ার পরে বিপ্লবীরা সেখানে সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। মিলিটারি কায়দায় কুচকাওয়াজ করে সূর্য সেনকে “লাল সালাম” জানান তাঁরা। সেখানেই সূর্যসেন অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দেন।

২২ এপ্রিল চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে বিপ্লবীদের উপর সশস্ত্র ইংরেজ সৈন্যরা আক্রমণ করে। এতে ১২ জন বিপ্লবী শহীদ হন। ইতিহাসে এই সংগ্রাম ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ’ হিসেবে স্বীকৃতি পায়।

সারাবাংলা/আরডি/এসএমএন

চট্টগ্রাম যুব বিদ্রোহ মাস্টার দা সূর্য সেন যুব বিদ্রোহ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর