পর্তুগালে বাস খাদে পড়ে প্রাণ গেল ২৮ পর্যটকের
১৮ এপ্রিল ২০১৯ ০৫:২১ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ০৯:৩২
পর্তুগালে এক পর্যটন বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সেসময় বাসটিতে ৫০ জনের বেশি আরোহী ছিলেন। খবর বিবিসির।
বার্তা সংস্থা লুসা জানিয়েছে, বুধবার বিকেলে মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে মোড় ঘোরার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাশে একটি খাদে পড়ে যায় বাসটি। এসময় বাসটিতে ৫৫ জন যাত্রী অবস্থান করছিলেন। বাকী আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে স্থানীয় লোকজনও ছিল বলে জানা যায়।
আন্তর্জাতিক গণমাধ্যম অনুসারে, নিহতদের বেশিরভাগই জার্মান নাগরিক।
এ ঘটনায় ক্যানিকোর মেয়র ফিলিপ সৌসা গণমাধ্যমকে বলেন, এই ঘটনা বর্ণনা করার কোনও শব্দ নেই আমার। এই মানুষের কষ্টমাখা মুখগুলো আর দেখতে পারছি না।
এদিকে দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সৌসা মাদেইরা দ্বীপের উদ্দেশ্যে ইতোমধ্যে রওনা দিয়েছেন বলে জানায় দেশটির সংবাদসংস্থা।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনিও কোস্টা শোক জানিয়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।
সারাবাংলা/জেএইচ/আরও