যাত্রাবাড়ীর মাদরাসা ভবনের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
১৮ এপ্রিল ২০১৯ ০১:২৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ০২:৩৯
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা ভবনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা বিশ মিনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৭ এপ্রিল) রাত ১২ টা ৫ মিনিটে ওই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট রাত ১ টা ২৫ মিনিটে ওই আগুন নিয়ন্ত্রণে আনে বলে সারাবাংলাকে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুল আলম।
প্রত্যক্ষদর্শী ও ফায়ারসার্ভিস সূূত্রে জানা গেছে, কাজলার ওই মাদরাসা ভবনের সিড়ির ডান পাশে টেলিভিশনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। ৭ তলার ওই ভবনটির নিচ তলায় এ গোডাউন ছিল। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলা আবাসিক হিসেবে ভাড়া দেয়া ছিল। আর এই ভবনের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় ছিল মাদরাসা। আগুনের ঘটনা ঘটলে আবাসিক ভবনের বাসিন্দা ও মাদারাসা শিক্ষার্থীরা সিড়ি বেয়ে নিচে নেমে আসেন। আবার কোন কোন শিক্ষার্থী ভবনের ছাদ দিয়ে পার্শবর্তী অন্য ভবনে চলে যান। ফলে এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
সারাবাংলা/ইএইচটি/জেএইচ