Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু


১৭ এপ্রিল ২০১৯ ২১:৪৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর দেওয়ান হাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে সারাবাংলাকে জানিয়েছেন চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া।

নিহত মো. সেলিম (৩৭) নগরীর আগ্রাবাদ হাজীপাড়া এলাকার বাসিন্দা জনাব আলীর ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক বলে জানিয়েছেন ওসি।

ওসি মোস্তাফিজ সারাবাংলাকে বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- সেলিম দেওয়ানহাট ওভারব্রিজের নিচে হেঁটে ট্রেন লাইন পার হচ্ছিল। এভাবে রেললাইন অতিক্রমের কোনো নিয়ম নেই। এসময় চট্টগ্রাম রেলস্টেশনমুখী একটি ট্রেনে কাটা পড়েন সেলিম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি।’

এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/এমআই

ট্রেন দুর্ঘটনা পথচারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর