Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ সদস্য জিন্নাহকে দুদকে তলব


১৭ এপ্রিল ২০১৯ ১৫:২৭ | আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ১৫:৩৯

ঢাকা: ক্ষমতার অপব্যবহার ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রণব কুমার ভট্টাচার্য  জানান, কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম বুধবার (১৭ ) শরিফুল ইসলাম জিন্নাহকে  এই নোটিশ পাঠান। এতে আগামী ২৪ এপ্রিল জিন্নাহকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহ। ১৯৯০ সালে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে  তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তিনি মহাজোটের প্রার্থী হিসিবে জয় পান ও সংসদ সদস্য নির্বাচিত হন।

সারাবাংলা/এসজে/জেডএফ

জিন্নাহকে তলব দুদকে তলব নোটিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর