স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, লাশে আগুন
১৭ এপ্রিল ২০১৯ ১৪:৩১ | আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ১৪:৪২
ঢাকা: রাজধানীর দক্ষিণ মুগদার ব্যাংক কলোনি এলাকার একটি বাসায় হাসি বেগম (২৭) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী কোমল হোসেন। পরে ঘটনার আলামত নষ্ট করতে স্ত্রীর মৃত শরীরে আগুন ধরিয়ে দেয় ওই স্বামী।
বুধবার (১৭ এপ্রিল) সকালের দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্বামী কোমল হোসেনকে আটক করেছে পুলিশ।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা সাংবাদিকদের জানান, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি এলাকায় স্বামী কোমল হোসেন স্ত্রী হাসিকে নিয়ে ভাড়া থাকতেন। তাদের দু’জনেরই বাড়ি দিনাজপুরে। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া লাগত।
প্রলয় কুমার সাহা আরও বলেন, বুধবার ভোর ৫টা থেকে ৮টার মধ্যে কোনো একসময় স্বামী কোমল পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হাসিকে শ্বাসরোধ করে মেরে ফেলে। পরে আলামত নষ্ট করতে স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেয় সে। এতে হাসির শরীরের ৫০ শতাংশের মতো পুড়ে গেছে।
ওসি আরও জানান, আট মাস আগে তাদের বিয়ে হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সারাবাংলা/এসআর/জেডএফ