নুসরাত হত্যা: দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
১৬ এপ্রিল ২০১৯ ১৬:৩২ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ১৭:১৬
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোমবার ১৫ (এপ্রিল) রাজধানী ঢাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে সমাবেশটি আয়োজন করেন পেশাজীবী নারী সমাজ।
বক্তারা ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশে তারা নুসরাত জাহান রাফি ছাড়াও অন্যান্য যৌন নিপীড়ন ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ জানান । একইসঙ্গে তারা দোষীদের দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানান। ধর্ষণ ছাড়াও সব ধরনের যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সব প্রতিষ্ঠানে যৌন নীপিড়নবিরোধী কমিটি ও অভিযোগ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা দ্রুত কার্যকর করার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পেশাজীবী নারী সমাজের সভাপতি মাহফুজা খানম, সাধারণ সম্পাদক আফরোজা হক রিনা, সহ-সভাপতি নাসিমুন আরা হক মিনু, যুগ্ম সম্পাদক শাহানা হাফিজ ডেইজি, বিকাশ রায় ও আইনজীবী ফারহানা আফরোজ অরেঞ্জসহ অন্যরা।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে সোনাগাজী ইসলামিয়া মাদরাসা ক্যাম্পাসে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হত্যাকাণ্ডে জড়িতরা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী রাফিকে মাদরাসার সাইক্লোন সেন্টারের ছাদে কৌশলে ডেকে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ১০ এপ্রিল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়।
সারাবাংলা/আরএফ