Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ আম নিশ্চিতে বাস্তবায়ন হচ্ছে না হাইকোর্টের আদেশ


১৬ এপ্রিল ২০১৯ ১৬:২৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ১৬:৪০

ঢাকা: হাইকোর্টের আদেশ অনুযায়ী, নিরাপদ আম নিশ্চিত করতে আমবাগানগুলোতে রাসায়নিকের ব্যবহার বন্ধে পুলিশ মোতায়েন বাস্তবায়ন হচ্ছে। তবে রাজধানীর ফলের বাজার ও আমের গুদামগুলো থেকে যেন রাসায়নিকের ব্যবহার না হয় সেটা পর্যবেক্ষণের জন্য টিম গঠনের বিষয়ে হাইকোর্টের আদেশের বাস্তবায়ন হচ্ছে না।

এর আগে গত ৯ এপ্রিল হাইকোর্ট আদেশ দেন রাজধানীর ফলের বাজার ও গুদামগুলো থেকে যেন কেউ কেমিক্যাল মেশাতে না পারে। এজন্য পর্যবেক্ষণ টিম গঠনেরও আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আম বাগানে পুলিশি পাহারার নির্দেশ হাইকোর্টের

তবে খোঁজ নিয়ে দেখা গেছে, হাইকোর্টের এই আদেশ বাস্তবায়নে দায়িত্ব নিচ্ছে না সংশ্লিষ্ট সংস্থাগুলোর কেউই। এছাড়া হাইকোর্টের আদেশ অনুযায়ী এখনো নিরাপদ আম নিশ্চিত করতে গঠন করা হয়নি পর্যবেক্ষণ টিম।

হাইকোর্টের ওই আদেশে আরও বলা হয়, রাজশাহীর বড় আমবাগানগুলোতে রাসায়নিক ব্যবহার বন্ধে পুলিশ মোতায়েন করতে হবে। একইসঙ্গে রাজধানীর ফলের বাজার ও গুদামগুলোতে যেন আমে রাসায়নিক ব্যবহার করতে না পারে, সেজন্য পর্যবেক্ষণ টিম গঠন করতে হবে। এছাড়াও বলা হয়, আগামী সাতদিনের মধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশ মহাপরিদর্শক, বিএসটিআইয়ের চেয়ারম্যান ও র‌্যাবের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে হবে।

এ বিষয়ে বিএসটিআইয়ের উপপরিচালক মো. রিয়াজুল হক সারাবাংলাকে বলেন, ‘গণমাধ্যমের কল্যাণে তারা হাইকোর্টের আদেশর কথা শুনেছেন কিন্তু আদেশটি এখনো হাতে পাননি।’ তিনি আরও বলেন, ‘হাইকোর্ট নিরাপদ আম সংক্রান্ত আদেশে বিএসটিআইকে নির্দেশ দিলেও বিএসটিআই এই ধরনের কাজ করে না।’

বিজ্ঞাপন

মেসেঞ্জার-ইনবক্সে খবর জানাবে সারাবাংলা News BOT

‘রাজধানীর ফলের বাজার ও গুদামগুলোতে যেন আমে কেমিক্যাল ব্যবহার করতে না পারে, সেজন্য বিএসটিআইয়ের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ টিম গঠন হচ্ছে না’ জানিয়ে উপপরিচালক মো. রিয়াজুল হক সারাবাংলাকে আরও বলেন, ‘বিএসটিআইয়ের নিয়মিত কাজের অংশ হিসেবে তারা ফরমালিন সংক্রান্ত বিষয়ে কাজ করবেন।’

এছাড়া বিএসটিআইয়ের উপপরিচালক মো. রিয়াজুল হক সারাবাংলার এই প্রতিবেদককে বলেন, ‘হাইকোর্ট যে ধরনের কাজ করতে বলেছেন তা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাজের আওতায় পড়ে। তারা হয়তো এই বিষয়ে কিছু করছে।’

নিরাপদ খাদ্য কতৃপক্ষের উপসচিব মোস্তফা কামাল সারাবাংলাকে বলেন, ‘গণমাধ্যমে হাইকোর্টের আদেশ শুনেছি। কিন্তু নিরাপদ খাদ্য কতৃপক্ষের এই বিষয়ে কোনো কার্যক্রম নেই।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি কৃষি অধিদফতরের আওতায় হতে পারে। তারা হয়তো এই বিষয়ে উদ্যোগ নিচ্ছে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি সারাবাংলাকে বলেন, ‘নিরাপদ আম নিশ্চিত করতে সংস্থাটি তৃণমূল চাষীদের সঙ্গে কাজ করছে। পাশাপাশি আম রফতানি বিষয়েও তারা কাজ করছে। তবে রাজধানীর ফলের বাজার ও গুদামগুলোতে যেন আমে কেমিক্যাল ব্যবহার করতে না পারে, সেজন্য পর্যবেক্ষণ টিম গঠন সংক্রান্ত বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

এদিকে, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান সারাবাংলাকে বলেন, ‘হাইকোর্টের আদেশ হাতে না পেলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সঙ্গে সোমবার (১৫ এপ্রিল) একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সকলকে হাইকোর্টের নির্দেশের আলোকে পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আশা করছি বড় বড় প্রতিটি আমবাগানে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। যাতে সকলের জন্য নিরাপদ আম নিশ্চিত করা যায়।’

সারাবাংলা/জেআইএল/এমআই

আরও পড়ুন: নিরাপদ আম নিয়ে হাইকোর্টের আদেশ পৌঁছেনি সংশ্লিষ্টদের কাছে

আম রাসায়নিক হাইকোর্ট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর