পাটকল শ্রমিকদের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর বৈঠক
১৫ এপ্রিল ২০১৯ ২১:০২ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ২১:০৪
ঢাকা: শ্রমিক অসন্তোষ মেটাতে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শ্রম অধিদফতরে এ বৈঠকে শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিমসহ পাটকল শ্রমিকরা উপস্থিত আছেন।
বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত্ব ২২টিসহ ২৫টি পাটকলে আন্দোলন করছেন শ্রমিকরা। বকেয়া মজুরি ও প্রস্তাবিত ও জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে এই আন্দোলন চলছে। এর আগে দুই দফা আন্দোলন করেছে শ্রমিকরা। এবার তৃতীয় দফায় আন্দোলন চলছে।
সারাবাংলা/ইএইচটি/এমও