Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে বিওএর সভাপতি-মহাসচিবের সাক্ষাৎ


১৫ এপ্রিল ২০১৯ ২০:২৫

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সোমবার (১৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের ক্রীড়াঙ্গণের উন্নয়নে আগামী বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানান।

বিজ্ঞাপন

প্রেস সচিব বলেন, ‘বৈঠকে আন্তর্জাতিক প্রশিক্ষণ, বিদেশে দল পাঠানোসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সারাবাংলা/এসবি

প্রধানমন্ত্রী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর