Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষবরণের অনুষ্ঠানে সেনানিবাসে রাষ্ট্রপতি


১৫ এপ্রিল ২০১৯ ১৯:০০

ঢাকা: বাংলা নববর্ষ ১৪২৬ বরণ উপলক্ষে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা লেডিস ক্লাব রোববার (১৪ এপ্রিল) অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি সেনানিবাসের গলফ ক্লাবে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি তার বক্তব্যে সেনাবাহিনীর নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। পরে তিনি আমন্ত্রিত অন্য অতিথিদের সঙ্গে নৈশভোজে যোগ দেন।

এসময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার পত্নী রাশিদা খানম, সংসদ সদস্য রেজোয়ান আহমেদ তৌফিক এবং বঙ্গভবন পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

সারাবাংলা/এসবি

রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর