মিষ্টি দিয়ে বিজিবিকে নববর্ষের শুভেচ্ছা জানাল বিএসএফ
১৫ এপ্রিল ২০১৯ ১৪:২৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ১৪:৩১
হিলি: পঞ্জিকার হিসাব অনুযায়ী সোমবার (১৫ এপ্রিল) ভারতে পহেলা বৈশাখ পালন করা হয়। সে হিসেবে সোমরার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।
বেলা সাড়ে ১২টার দিকে হিলি সীমান্তে বিজিবি সদস্যদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায় বিএসএফ।
মেসেঞ্জার-ইনবক্সে খবর জানাবে সারাবাংলা News BOT
সীমান্তের শূন্য রেখায় হিলি আইসিপি বিজিবি ক্যাম্প কোম্পানি কমান্ডার জিল্লুর রহমান ও চেকপোস্ট নায়েক রাকিব হাসানের হাতে আট প্যাকেট মিষ্টি তুলে দেন ভারতের হিলি বিএসএফ’র কোম্পানি কমান্ডার এস আই সংগ্রাম ও এস চক্রবর্তী ।
হিলি আইসিপি বিজিবি ক্যাম্প কোম্পানি কমান্ডার জিল্লুর রহমান বলেন, ‘পঞ্জিকা অনুযায়ী সোমবার ভারতে পহেলা বৈশাখ হওয়ায় আজ তারা তাদের পক্ষ থেকে মিষ্টি দিয়ে আমাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে।’
সারাবাংলা/এসএমএন