Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


১৫ এপ্রিল ২০১৯ ১৩:৪২

ঢাকা: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহাইরি। সোমবার(১৫ এপ্রিল) সচিবালয়ে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় তারা পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন বলে এক বার্তায় জানায় নৌপরিবহন মন্ত্রণালয়।

দৃষ্টি আকর্ষণ: মেসেঞ্জার-ইনবক্সে খবর জানাবে সারাবাংলা News BOT

বার্তায় বলা হয়, চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধির বিষয়েও তারা আলোচনা করেছেন। এ বিষয়ে একে অপরের সহযোগিতা চেয়েছেন।

এবছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরে বন্দর নির্মাণে দুদেশের সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়টিও আলোচনায় আসে।

সারাবাংলা/জেআইএল/এনএইচ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর