Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বানর দেখানোর কথা বলে জঙ্গলে ডেকে ধর্ষণ, গ্রেফতার ১


১৫ এপ্রিল ২০১৯ ১২:৫৭

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল জলিল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে মঠবাড়িয়া উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে আবদুল জলিলকে গ্রেফতার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার জানান, গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে হরিণঘাটা পর্যটন কেন্দ্রের জঙ্গলে হরিণ দেখানোর কথা বলে ওই ছাত্রীকে ডেকে নেন আবদুল জলিল। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এই অভিযোগে শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে একটি মামলা দায়ের করেন ছাত্রীটির মা।

মামলার তদন্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে জলিলের অবস্থান নিশ্চিত হয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এসএমএন

আবদুল জলিল বানর স্কুলছাত্রী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর