Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যা: সোনাগাজীর ওসির বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে অভিযোগ


১৫ এপ্রিল ২০১৯ ১৩:০৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ১৫:০৭

ঢাকা: সোনাগাজীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি অভিযোগ দিতে আসার পর তাকে আপত্তিকর প্রশ্ন করা ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনাগাজী থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন একজন আইনজীবী।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলার জন্য অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি নিজেই সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- থানার ভেতরে নুসরাতের ভিডিওধারণ সাইবার ক্রাইম, বললেন আইনজীবীরা

ব্যারিস্টার সুমন বলেন, নুসরাত থানায় অভিযোগ দিতে গেলে তার ভিডিও করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬, ২৯ ও ৩১ ধারার লঙ্ঘন। এই অভিযোগেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি জানান, সোমবার দুপুর ২টায় এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২৭ মার্চ যৌন হয়রানির অভিযোগ দিতে নুসরাত সোনাগাজী থানায় গেলে তাকে জিজ্ঞাসাবাদ করেন ওসি মোয়াজ্জেম হোসেন ও পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। আর সেই জিজ্ঞাসাবাদের সময়ের ভিডিও করেন তারা।

সারাবাংলা/জেএ/টিআর

ওসি মোয়াজ্জেম নুসরাত সোনাগাজী সোনাগাজী থানার ওসি