চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প
১৫ এপ্রিল ২০১৯ ১০:২৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ১০:২৬
মৃদু ভূমিকম্পে কেঁপেছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বেশকিছু অঞ্চল। সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূকম্পণ অনুভূত হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারের চিন প্রদেশের হাকহা এলাকায় সমতলের ৫২ দশমিক ৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭। এই ভূমিকম্পের ফলে ভারতের মিজোরাম ও বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল কেঁপে ওঠে।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মেসেঞ্জার-ইনবক্সে খবর জানাবে সারাবাংলা News BOT
সারাবাংলা/এসএমএন