ফিনল্যান্ডের নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি জয়ী
১৫ এপ্রিল ২০১৯ ০৮:৩৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ০৯:৫৬
ফিনল্যান্ডের জাতীয় নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি জয়ী হয়েছে। তারা মোট ভোটের ১৭.৭ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী ফিনস পার্টি পেয়েছে ১৭.৫ শতাংশ ভোট। বিদায়ী প্রধানমন্ত্রী জুহা সিপিলার দল সেন্টার পার্টি পেয়েছে ১৩.৮ শতাংশ ভোট। খবর ডয়েচে ভেলের।
নির্বাচনের ফল ঘোষণার পর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)’র নেতা অ্যান্টি রিন বলেন, ১৯৯৯ সালের পর আমরা প্রথমবারের মতো ফিনল্যান্ডের সবচাইতে বড় দলে পরিণত হয়েছি।
দৃষ্টি আকর্ষণ: মেসেঞ্জার-ইনবক্সে খবর জানাবে সারাবাংলা News BOT
এবারের নির্বাচনে ভোট দিয়েছে ৭২ ভাগ ফিনিশ ভোটার। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সমমনা দলগুলোকে কোয়ালিশন সরকার গঠন করতে হবে। ফিনল্যান্ডের নির্বাচনে গত এক শ বছরের মধ্যে এবারই প্রথম কোনো দলই শতকরা ২০ ভাগের বেশি ভোট পেল না। দুই শ সিটের সুইস পার্লামেন্টে সর্বোচ্চ ভোট পাওয়া সোশ্যাল ডেমোক্রেটিক জিতেছে ৪০টি সিট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিনস পার্টির চেয়ে মাত্র ১টি সিট বেশি।
ফিনস পার্টির নেতা হাল্লা-আহো বলেন, এ ধরনের ফল আমি প্রত্যাশা করিনি। কেউ প্রত্যাশা করেনি। এছাড়া, নির্বাচনের আগে অধিকাংশ দলই জানিয়েছে তারা ফিনস পার্টির সঙ্গে কোয়ালিশন সরকার গড়তে আগ্রহী নয়।
সারাবাংলা/আরএফ/এনএইচ