Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষবরণে চট্টগ্রামে জমজমাট বলিখেলা


১৪ এপ্রিল ২০১৯ ২১:২৫ | আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ২১:৪৯

চট্টগ্রাম ব্যুরো: বর্ষবরণের বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবিতে ছিল  জাঁকজমকপূর্ণ বলিখেলা। প্রতিবছরের মতো এবারও হাজার হাজার মানুষ ভিড় জমায় ‘সাহাবুদ্দিনের বলিখেলা’ দেখার জন্য।

মেসেঞ্জার-ইনবক্সে খবর জানাবে সারাবাংলা News BOT

রোববার (১৪ এপ্রিল) বিকেল তিনটা থেকে ঘণ্টাব্যাপী বলিখেলায় দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা ৫১ জন বলি অংশ নেয়।

দুই রাউন্ডে বিভক্ত খেলায় প্রথম রাউন্ড থেকে ৪৩ জন বিদায় নেয়। দ্বিতীয় রাউন্ড অর্থাৎ চ্যালেঞ্জ পর্বে অংশ নেয় আটজন। তাদের মধ্যে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার বাদশা ও কুমিল্লার শাহজাহান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. আব্দুল মালেক বলিখেলায় রেফারির ভূমিকা পালন করেন।

সারাবাংলা/আরডি/এমআই

বলিখেলা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর