বৈশাখী সাজে হাতিরঝিলে
১৪ এপ্রিল ২০১৯ ১৯:৪৫ | আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ১৯:৪৯
ঢাকা: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বিশেষ এই দিনগুলোতে রাজধানীর হাতিরঝিল হয়ে ওঠে জমজমাট। এবারের নববর্ষেও তার ব্যতিক্রম ঘটেনি। নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে বৈশাখের বিকেলে হাতিরঝিল হয়ে ওঠে উৎসবমুখর।
রোববার (১৪ এপ্রিল) হাতিরঝিল ঘুরে দেখা গেছে, গ্রীষ্মের খরতাপ মাথায় নিয়ে ভিড় জমিয়েছেন বিভিন্ন বয়সী মানুষ। পুরো ঝিলের দুপাশ জুড়ে মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। বৈশাখী পোশাকে নতুন সাজে ঘুরতে বের হয়েছে তরুণ তরুণীরা। পরিবার পরিজন নিয়ে ঘুরছেন অনেকেই। অনেকেই চক্রাকার বাসে ঘুরেছেন পুরো হাতিরঝিল। কেউবা আবার ওয়াটার ট্যাক্সিতে উঠে জলপথে ভ্রমণের সাধ মিটিয়েছেন।
মেসেঞ্জার-ইনবক্সে খবর জানাবে সারাবাংলা News BOT
হাতিরঝিলে প্রবেশের সব মুখে যেমন ছিল যানজট। হাতিরঝিল প্রকল্প এলাকার চারটি সেতু ও উড়াল সড়ক এবং লেকের পাড়ে হাজার হাজার মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ উদযাপনে বাড়তি আনন্দ যোগ করে পানির ফোয়ারা।
হাতিরঝিলে ঘুরতে আসা হাসিবুল ইসলাম জানান, বিশেষ দিনে সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা তার শখ। হাতিরঝিল নতুন ওয়াটার রাইডার এসেছে। তাতে ঘুরেছেন। ছুটির দিনে নগরজীবনে এ ধরনের সুযোগ ভালই লাগে বলেও তিনি জানান।
মানিকগঞ্জ থেকে হাতিরঝিল এসেছেন নীরব কামরুল। তিনি জানান, মূলত পানির ফোয়ারা প্রদর্শন দেখতেই পরিবার নিয়ে এসেছিলেন হাতিরঝিলে। কিন্তু সেটা রাতে দেখায়। বাসে করে চক্কর দিয়েছেন হাতিরঝিল। রাতে ফোয়ারা দেখে ফিরবেন আবার।
ওয়াটার ট্রাক্সিতে চড়ে খুবই খুশি ছোট্ট শিশু খন্দকার মাসরুর সাহাত। সে জানালো, দারুণ মজা পেয়েছি। দুইবার চড়েছি বাবার সঙ্গে।
হাতিরঝিলে ফাস্টফুডের ব্যবসায়ী সোবহান জানান, সকাল থেকে ব্যবসা কম ছিল। বিকেল থেকেই দারুণ ভিড়। অন্য উৎসবগুলোতে সন্ধ্যার দিকে এখানে পা ফেলারও জায়গা থাকে না। কারণ রাতেই এখানে সৌন্দর্য বাড়ে কয়েকগুণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাগীব নাঈম এসেছেন বান্ধবী রুবিনাকে নিয়ে। তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ধানমন্ডি লেকের শতায়ু অঙ্গণ, ভোরের সাথীসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠানে সব বয়সের লোকেরা অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।
সারাবাংলা/এজেডকে/এমআই