Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নববর্ষে মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার ফুল-ফল-মিষ্টি


১৪ এপ্রিল ২০১৯ ১৬:০৩

ফাইল ছবি

অন্যান্য উৎসবের মতো বাংলা নববর্ষেও মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন ফুল, ফল ও মিষ্টি।

রোববার (১৪ এপ্রিল) সকালে রাজধানী মোহাম্মদপুরের গজনবী রোডে অবস্থিত শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র, মুক্তিযোদ্ধা টাওয়ার-১-এ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার পৌঁছে দেওয়া হয়। উপহার পৌঁছে দেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন।

বিজ্ঞাপন

উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যরা। তারা বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল তারা যথাযথ সম্মান পান।

মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। খবর বাসসের।

সারাবাংলা/এনএইচ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪২৬ মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর