Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে বাংলা নববর্ষের রঙিন উদযাপন


১৪ এপ্রিল ২০১৯ ১৫:৪১

ঢাকা: বাংলা নতুন বছর ১৪২৬-কে জাঁকজমকভাবে উদযাপন করেছে ফিলিপাইনের বাংলাদেশ মিশন। রোববার (১৪ এপ্রিল) এক বার্তায় মিশনের দ্বিতীয় সচিব জানান, দূতাবাস আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন। নববর্ষে সকলের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান ফিলিপাইনের বাংলাদেশ রাষ্ট্রদূত।

নববর্ষের অনুষ্ঠানে ফিলিপাইনে বাংলাদেশ মিশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। রঙিন ফেস্টুন দিয়ে দেশীয় ঢঙে দূতাবাস সাজানো হয়। প্রদর্শন করা হয়, মঙ্গল শোভাযাত্রা এবং নববর্ষের ওপর দুইটি প্রামাণ্য চিত্র। নববর্ষের অনুষ্ঠানে দূতাবাসে আগত অতিথিদের বাঙালি খাবার আর মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এনএইচ

নববর্ষ উদযাপন ফিলিপাইন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর