Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু


১৪ এপ্রিল ২০১৯ ১৪:০৫

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের উপজেলার যদুরপাড়ায় মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকার সাত্তার এবং সেলিম।

কালিহাতীর থানার ওসি মীর মোশারফ হোসেন দুর্ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতরা এলেঙ্গা থেকে মোটরসাইকেলে করে ভূঞাপুরে যাচ্ছিলো। পথে যদুরপাড়ায় মোড়ে পৌঁছালে ইটের ভাটার একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর