শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে জাবির মঙ্গল শোভাযাত্রা বাতিল
১৪ এপ্রিল ২০১৯ ১৩:৪৯ | আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ১৩:৫২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে পুরাতন কলা ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম কর্মসূচি বাতিলের এই ঘোষণা দেন।
দৃষ্টি আকর্ষণ: মেসেঞ্জার-ইনবক্সে খবর জানাবে সারাবাংলা News BOT
এর আগে, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান (নিভৃত)। হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ক্যাম্পাসের পার্শ্ববর্তী গেরুয়া এলাকায় থাকতেন। নিভৃতের বাড়ি নীলফামারী জেলার বারইপাড়া গ্রামে।
উপাচার্য ফারজানা ইসলাম বলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান নিভৃতের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং কেন্দ্রীয়ভাবে আয়োজিত সকল কর্মসূচী বাতিল করছি।
এদিকে নিভৃতের মৃত্যুতে শোক প্রকাশ ও বৈশাখ উপলক্ষে আয়োজিত ক্রিকেট ম্যাচ বাতিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
সারাবাংলা/টিআই/এনএইচ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মঙ্গল শোভাযাত্রা শিক্ষার্থীর মৃত্যু