রংপুরে ট্রাকচাপায় পুলিশের মৃত্যু
১৪ এপ্রিল ২০১৯ ১০:০২ | আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ১১:০২
রংপুর: রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) জিতেন্দ্র নাথ মারা গেছেন।
শনিবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের বদলীপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসআই জিতেন্দ্র নাথ রংপুর শহরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নীলফামারী সদর উপজেলায়।
রংপুর বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন সারাবাংলাকে বলেন, কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে রংপুর ফিরছিলেন জিতেন্দ্র। পথে বলদীপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সারাবাংলা/টিআর