Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যার সঙ্গে জড়িত সকল খুনির বিচার হবে: নাসিম


১৩ এপ্রিল ২০১৯ ১৮:২৩

ঢাকা: নুসরাত হত্যার সঙ্গে আওয়ামী লীগের যে নেতা জড়িত সকল খুনীর সঙ্গে তার বিচার করা হবে। কোনো ছাড় নেই বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মো. ন‌া‌সিম। শ‌নিবার (১৭ এ‌প্রিল) ঐতিহাসিক মু‌জিব নগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক জোট আয়ো‌জিত এক আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তেবে তি‌নি এ মন্তব্য করেন।

 মো. ন‌া‌সিম‌ বলেন, ‘প্রথম দিন থেকেই বলে আসছি এই নুসরাত হত্যাকারীদের গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার হয়েছে। এই যে মূল ঘাতক চিন্তা করা যায়, একজন মাদ্রাসার অধ্যক্ষ। সে জামাত করতো। এছাড়া আওয়ামী লীগের একজন নেতাও এর সঙ্গে জড়িত। এসব নেতা হচ্ছে ক্রিমিনাল। এরা আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগ বিশ্বাসই করে না। এদের কঠোর বিচার করতে হবে কোনো ছাড় নেই।’

বিজ্ঞাপন

তি‌নি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে বলেছি প্রয়োজনে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুভব করেন। কোনো ফাঁক-ফোকর না রেখে প্রয়োজনে বিশেষ ট্রাইবুনাল করে এদের গ্রেফতার শুরু করেন। এতে দেশের মানুষ খুশি হবে। ক্রিমিনাল ছাড়া এমন কেউ নেই যারা এই হত্যার বিচার চায় না। শুধু নুসরাত হত্যা নয়, সাম্প্রতিক যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে ট্রাইবুনাল করে তাদের দ্রুত বিচারের আওতায় এনে জনগণের মনের আশা পূরণ করেন। কিন্তু এটা মাথায় রাখবেন, এবারও জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে। এ ধরনের হত্যাকারীদের দৃষ্টান্ত শা‌স্তি জনগণ চায়।’

এই দেশে মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা হয় উল্লেখ করে সাবেক মন্ত্রী বলেন, ‘অথচ এরা নুসরাত হত্যার বিচারের কোনো প্রতিবাদ করে না। এই খুনি চক্র মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে। এই হচ্ছে তাদের রাজনীতি। তাই এদেরকে আ‌মি বলতে চাই, বাঙালি পরাজিত হয়নি, শেখ হাসিনার নেতৃত্বে কোনদিন পরাজিত হবে না। সমস্ত শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি এখনো করব।’

বিজ্ঞাপন

বিএনপিকে উদ্দেশ্য করে‌ তি‌নি বলেন, ‘আপনাদের অনুরোধ করবো সবকিছু নিয়ে রাজনীতি করবেন না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন কোনো হত্যার বিচার করেননি। আমরা শুধু এমন দল যারা কোনো অপরাধীকে ছাড় দেয় না, সে নিজের দলের কর্মী হলেও।’ এছাড়া তিনি বলেন ‘আমরা অসুস্থতা নিয়ে কোনো রাজনীতি করছি না খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি সুস্থ থাকুক এটাই আমরা চাই।’

মুজিবনগর দিবস একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে তিনি বলেন, এ দিনটি যদি না হতো তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় চার নেতা অস্ত্র সংগ্রহ করেছে ট্রেনিং দিয়েছে এবং সারাদুনিয়ায় বাংলাদেশের স্বীকৃতি অর্জন করেছে। বঙ্গবন্ধুর দেখানো নির্দিষ্ট পথে এই চারজন নেতা সামান্যতম বিচ্যুত না হয়ে দেশকে মুক্ত করেছে। এই জাতীয় চার নেতা ছাড়া বঙ্গবন্ধু অসম্পূর্ণ। এছাড়া বলেন, এরশাদ, জিয়ার শাসনামলে দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। তারপর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার সুসংগঠিত করে, তার নেতৃত্বে দেশ আবারও এগিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

নুসরাত

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর