Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিতে চায় ভুটান


১৩ এপ্রিল ২০১৯ ১৫:৪৭ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১৫:৪৮

ঢাকা: বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ভুটান। বাংলাদেশ থেকে চিকিৎসক নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের শূন্যতা পূরণ করতে চায় দেশটি।

শনিবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের মধ্যে হওয়া একান্ত এবং দ্বি-পক্ষীয় বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘ভুটান সরকার খুবই আগ্রহী বিশেষজ্ঞ চিকিৎসক নেওয়ার ব্যাপারে। ওনারা চাচ্ছেন যে, বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে তাদের শূন্যতা পূরণ করা। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি এ ব্যাপারে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে দেখবেন, বাংলাদেশের কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, যদি নিয়মিত নাও হয় তাহলে অন্তত কিছুদিনের জন্য প্রাকটিস করে আসা যায় কি না?’

শহিদুল হক বলেন, ‘বাংলাদেশে সার্ক স্কলারশীপের আওতায় মেডিকেল এবং প্রকৌশল বিভাগে শিক্ষার্থীরা পড়তে আসে, মেডিকেল ও নার্সিং মিলে এখন প্রতিবছর ১০ জন করে সুযোগ পায়। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুই দেশের বৈঠকের সূত্র ধরে সেটাকে ১৫ জনে উন্নীত করা হয়েছে।’

পররাষ্ট্র সচিব বলেন, কয়েকটি সেক্টরে ট্রেড বিজনেস এন্ড কানেকটিভিটি নিয়ে আলোচনা হয়েছে। ভুটান ১৬টি বিষয়ে শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা চেয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিষয়টি দেখবেন। এটা অনেকদিন ধরেই আলোচনার মধ্যে আছে। প্রধানমন্ত্রী যখন ভুটান সফরে গেছেন তখনই এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল।

‘ট্রানজিটের ক্ষেত্রে আপনারা জানেন একটা বড় ধরনের উদ্যোগ এই অঞ্চলে আছে। যেটাকে বিবিআইএন বলা হয়। বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া এবং নেপালের রোড এবং রেলওয়ে কানেক্টটিভিটির জন্য। এটা যদিও সমঝোতা সই করেছি কিন্তু এটা অনুস্বাক্ষরের ব্যাপার। ভুটান এখনো তাদের পার্লামেন্টে প্রসঙ্গটি উত্থাপন করতে পারেনি, এটা নিয়েও আলোচনা হয়েছে।ভুটানের নতুন সরকার বলছে যে, তারা নতুন আঙ্গিকে এই জিনিসটা আপার চেম্বারে আপার সিনেটে নিয়ে আসবেন আলোচনার জন্য। তারা খুবই আশাবাদী।’ যোগ করেন পররাষ্ট্রসচিব।

বিজ্ঞাপন

শহিদুল হক বলেন, ‘আমরা দশটি বিষয়ে ডিউটি ফ্রি কোটা ও শুল্কমুক্ত সুবিধা চেয়েছি। তারাও বেশকিছু জিনিসের উপর ডিউটি ফ্রি কোটা ট্রেড চেয়েছে। ভুটান ডব্লিউটিওর সদস্য না হওয়ায় তাদের নিজস্ব কিছু প্রথা আছে। তাই কোটামুক্ত, শুল্কমুক্ত প্রশ্ন উঠছে।’

অটিজম নিয়ে সচেতনতা বাড়াতে সায়মা ওয়াজেদের বড় অবদানের কথা স্বীকার করে তার প্রশংসা করেন ভুটানের প্রধানমন্ত্রী। তিনি জানান, সায়মা ওয়াজেদ ভুটান সফরে গিয়েছিলেন এবং সেখানে একটি কনফারেন্স করেছিলেন, সেটাই প্রথম কনফারেন্স ভুটানে যেখানে অটিজম নিয়ে আলোচনা হয়। ওই কনফারেন্সের ফলে এখন অটিজম নিয়ে সচেতনতা বোধ এসেছে। আগে অটিজম সম্পর্কে যে কুসংস্কারগুলো ছিল, কুসংস্কার দূর হয়েছে। যেহেতু ভুটানের প্রধানমন্ত্রী নিজে একজন চিকিৎসক, সে কারণে তিনি বিষয়টি বিস্তারিতভাবে আলোচনায় এনেছেন বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব শহিদুল হক

একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন সেক্টরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই হয়।

সারাবাংলা/এনআর/জেএএম

বাংলাদেশ-ভুটান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর