Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখী উৎসবের স্টলে হামলা, ফোক অনুষ্ঠান বাতিল


১৩ এপ্রিল ২০১৯ ১৪:২১ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১৮:৪৫

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত কনসার্ট মঞ্চে আবারও হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে চৈত্রসংক্রান্তির ফোক অনুষ্ঠান বাতিল করেছেন আয়োজকরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের আশ্বাসে শুধু বৈশাখী কনসার্ট চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে অনুষ্ঠানের স্পন্সর কোমল পানীয় মোজো। কোম্পানির অপরেশন ব্র্যান্ড হেড মার্কেটিং বিভাগের প্রধান আজম বিন তারেক একথা জানান।

বিজ্ঞাপন

আজম বিন তারেক সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের বলেছি দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য, আমরা তাদের সহযোগিতা করব। পরে সাদ্দাম হোসেন দায়িত্ব নেওয়ায় আমরা শুধু কনসার্ট চালিয়ে নেব কিন্তু আজকের চৈত্রসংক্রান্তির ফোক অনুষ্ঠান বাতিল করেছি।’

এর আগে শুক্রবার (১২ এপ্রিল) রাতে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুত করা বিভিন্ন ব্যানার ফেস্টুন, বিজ্ঞাপন সামগ্রী, ফ্রিজ, স্টলে ছাত্রলীগের একটি গ্রুপ ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া যায়। শনিবার সকালে দ্বিতীয় দফায় হামলার পর অনিশ্চিত হয়ে পড়ে বৈশাখী কনসার্ট।

আরও পড়ুন: ঢাবিতে বৈশাখী উৎসবের স্টলে ভাঙচুর, ফেস্টুনে আগুন

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন অনুষ্ঠানে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে দায়িত্ব নিয়েছেন বলে জানান। সাদ্দাম বলেন, ‘আমি নিজেই এখানে ট্যাকল দেব এবং আমি এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি।’

এদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম সবাইকে একটা সুন্দর কনসার্ট উপহার দেওয়ার জন্য। কিন্তু যে ঘটনা ঘটানো হয়েছে তা প্রকাশের ভাষা নেই। তবে আমি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক মতো করছিলাম কিন্তু এখানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে যা লজ্জাজনক।’

এর আগে হামলার ঘটনায় আয়োজকরা জানান, প্রতি বৈশাখেই এখানে উৎসবের আয়োজন করতো ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বরাবরের মতো এবারও কোমলপানীয় প্রতিষ্ঠান মোজো অনুষ্ঠানের স্পন্সর করেছে। রাতে সেখানে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা এসে অনুষ্ঠান আয়োজনের অনুমতি আছে কিনা জানতে চায়। এরপর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরেই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/ আইই/এনএইচ

কনসার্ট আয়োজন ছাত্রলীগ পহেলা বৈশাখ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর